‘পর্দায় নগ্নও হতে পারি’
বিনোদন ডেস্ক:
সুরভিন চাওলা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ‘হেট স্টোরি টু’তে সাহসী চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। সম্প্রতি তার কেপটাউন ভ্রমণের কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আপাতত কোনো ছবি হাতে রয়েছে বলে মনে হয়না। তবে ক’দিন আগেই ওয়েব সিরিজ ‘হক সে’-তে অভিনয় করে নজর কেড়েছেন সুরভিন। আর ওয়েব সিরিজের সাফল্য উদযাপন করতেই স্বামী ও বন্ধুদের সঙ্গে ‘জাস্ট হলিডে’ পালন করতে তিনি কেপটাউনে গিয়েছেন।
ইনস্টাগ্রামে কেপটাউন ভ্রমণের নানা ছবি শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন এ নায়িকা। বেশিরভাগ ছবিই সুরভিনের একার। নীল সমুদ্রের ধারে বিকিনি লুকে নজর কেড়েছেন নায়িকা।
সুরভিনের এই কেপটাউন হলিডের ছবি সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। নায়িকার গ্ল্যামারের প্রশংসা করেছেন নেটিজেনরা।
সম্প্রতি সুরভিন বলেন, আমি আমার সহ-অভিনেতাকে চুম্বন করতে পারি, এমনকি পর্দায় নগ্নও হতে পারি। স্বামীর সঙ্গে আমার বোঝাপড়াটা এমনই। কাজের বিষয়ে আমার স্বামী আমাকে সমর্থন দেয়। জীবনে চলার পথের সঙ্গী আমি পেয়ে গেছি। নারী হিসেবে আমার আর কী চাই?
উল্লেখ্য, ২০১৫-তে ইতালিতে গোপনে বিয়ে হয়েছিল সুরভিনের। এই বিয়ের কথা তিনি গত বছর ডিসেম্বরে প্রকাশ্যে এনেছিলেন। সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, বিবাহিত…চিরপ্রেম… আমাদের আশীর্বাদ ও ভালবাসা দিন।
Please follow and like us: