দেবহাটায় নারী ফোরামের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
দেবহাটা প্রতিনিধি :
দেবহাটায় নারী ফোরামের উদ্যোগে দুস্থ অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সার্বিক ব্যবস্থাপনায় সম্মেলন কক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীনের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা কৃষি অফিসার জসীম উদ্দিন, এলজিইডি অফিসার মোমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, যুব উন্নয়ন অফিসার ইসমোত আরা বেগম, বিআরডিবি অফিসার ইসরাইল হোসেন, পল্লী দারিদ্র বিমোচন অফিসার অসিত বরণ রায়, সহকারী শিক্ষা অফিসার সোহাগ হোসেন, মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দুস্থ অসহায় নারী ও ন্যাশনাল সার্ভিসের কর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “নারীদের অর্থনৈতিক সচ্ছলতা আনতে সেলাই মেশিন একটি আয় বর্ধনমূলক প্রকল্প। এর মাধ্যমে নারীরা তাদের সংসারের হাল ধরতে পারবেন। নারীরা তাদের সন্তানদের শিক্ষিত করতে ভূমিকা রাখবে। তাই এই সেলাই এর মাধ্যমে ভাগ্যের পরিবর্তন ঘটানোর অনুরোধ জানানো হয়।
Please follow and like us: