ছাত্রলীগ সভাপতির শরীরে ৪৭ পিছ ইয়াবা
বিশেষ প্রতিনিধি:
৪৭ পিছ ইয়াবাসহ ছাত্রলীগের সভাপতি ও তার সহযোগীকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার বিকালে আটকের এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও লালচন্দ্রপুর গ্রামের মৃত জামালউদ্দীনের ছেলে আছাদুজ্জামান মিন্টু(৩২) ও কাশীপুর গ্রামের শেখ মোকাব্বারের ছেলে মাজহারুল ইসলাম(৩০) ।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা বাজারে অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হবে।
Please follow and like us: