আবারো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কলারোয়ার বিপ্লব দেবনাথ
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা পুলিশের শ্রেষ্ঠ চৌকস পুলিশ কর্মকর্তা (ইন্সপেক্টর) হিসেবে আবারো পুরষ্কৃত হলেন কলারোয়া থানার মেধাবী অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ।
সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বৃহস্পতিবার দ্বিতীয়বারের জন্য এ সম্মাননা ক্রেস্ট ও আর্থিক পুরষ্কার তুলে দেন ওসি বিপ্লব দেবনাথের হাতে।
পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য জেলার ৭ উপজেলার ৮টি থানার মধ্যে পরিদর্শক (ইন্সপেক্টর) ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ ও চৌকস কর্মকর্তা হিসাবে পুরষ্কৃত করা হয় কলারোয়ার থানার ওসিকে। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওসি বিপ্লব দেবনাথ গত মাসেও জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে এ সম্মাননা পান।
এদিকে, শ্রেষ্ঠ চৌকস অফিসার হিসেবে মনোনীত ও পুরষ্কার লাভ করায় সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানকে কলারোয়া থানার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওসিসহ থানা পুলিশের সকল অফিসার ও সদস্যবৃন্দ। সেই সাথে অভিনন্দন জানিয়েছেন উপজেলার সকল সুধিজন।
Please follow and like us: