আজকের জোকস : করলেও বিপদ না করলেও বিপদ
অনলাইন ডেস্ক :
করলেও বিপদ না করলেও বিপদ
শিক্ষক : কিরে মকবুল, ইদানিং নাকি তুই জ্ঞানী লোকদের মতো কথাবার্তা বলিস। তা আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবি?
মকবুল : বলেন স্যার, চেষ্টা করে দেখি!
শিক্ষক : এমন একটা সমস্যার কথা বল তো, যা করলেও বিপদ না করলেও বিপদ?
মকবুল : লুঙ্গিতে আগুন লাগলে!
শিক্ষক : মানে?
বল্টু : স্যার, লুঙ্গিতে আগুন লাগলে লুঙ্গি খুললেও বিপদ না খুললেও বিপদ।
শিক্ষক : ফাইজলামি করোস?
মকবুল : বিশ্বাস না করলে আপনার লুঙ্গিতে আগুন লাগাইয়া দেখেন।
আরও পড়ুন- আজকের জোকস : প্রেমিকার কাছে স্ত্রীর জন্য টাকা জমা
****
শিক্ষক বেশি বুদ্ধিমান না ছাত্র?
একবার লাভলুর ক্লাসে এক নতুন শিক্ষক এলো-
শিক্ষক : বল তো, শিক্ষক বেশি বুদ্ধিমান না ছাত্র?
লাভলু : ছাত্র, স্যার।
শিক্ষক : কিভাবে?
লাভলু : একেক জন শিক্ষক একেকটা বিষয় পড়ায়। আর একজন ছাত্র সব বিষয় পড়ে।
> আরও পড়ুন- আজকের জোকস : দুধ খেলে শক্তি বাড়ে!
****
মুরগিকে ১০ টাকা দিয়ে দেই
তিনটি পোল্ট্রি ফার্মের মালিককে পুলিশ ধরে নিয়ে এলো-
ইন্সপেক্টর : মুরগিকে কী খাবার দাও?
১ম মালিক : স্যার, আমি মুরগিকে ভুষি খাওয়াই।
ইন্সপেক্টর : ভুল খাবার। একে অ্যারেস্ট করো।
২য় মালিক : আমি মুরগিকে চাল খাওয়াই স্যার।
ইন্সপেক্টর : তুমিও ভুল খাবার দাও। ওকেও অ্যারেস্ট করো।
৩য় মালিক : আমি তো সব মুরগির হাতে ১০ টাকা করে দিয়ে দেই, যার যা ইচ্ছা দোকান থেকে গিয়ে খেয়ে আসে।
Please follow and like us: