ভোমরাস্থল গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনী তফশিল ঘোষণা
প্রেস বিজ্ঞপ্তি :
ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ১১৫৫/১১৫৯ খুলনা এর ত্রি-বার্ষিক নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। চলতি বছরে ১৭ ই এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত এক পত্রে ০৫.৪৪.৮৭০০.০০২.০৪.০০১.১৮ নং স্মারকে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনী তফশিল ঘোষণা করেন।
তফশিল সূত্রে জানাগেছে, ১৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, শ্রম অফিস খুলনা, ভোমরা ইউপি অফিস, ভোমরা স্থলবন্দর, সি এন এফ এজেন্ট অফিস, ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন অফিস, ১৮ ও ২১ ই এপ্রিল তারিখে মধ্যে বিকেল ৩টা হতে ৫টা পর্যন্ত খসড়া তালিকার বিপরীতে আপত্তি গ্রহণ, জেলা প্রশাসকের কার্যালয়,২২ ও ২৩ ই এপ্রিল বিকেল ৩টা হতে ৫টা পর্যন্ত আপত্তি শুনানি, জেলা প্রশাসকের কার্যালয়,২৫ ই এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, জেলা প্রশাসকের কার্যালয় ও ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন অফিস,২৬ ই এপ্রিল সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, জেলা প্রশাসকের কার্যালয়,৩০ ই এপ্রিল সকাল ১০ টা হতে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, জেলা প্রশাসকের কার্যালয়,৩ মে সকাল ১০টা হতে দুপুর ১২ টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, জেলা প্রশাসকের কার্যালয়,৪ মে প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ, জেলা প্রশাসকের কার্যালয় ও ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন অফিস,৬ মে সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীর প্রত্যাহার, জেলা প্রশাসকের কার্যালয়,৭ মে সকাল ১০ টা হতে বিকেল ৫টা পর্যন্ত আপীল, জেলা প্রশাসকের বরাবর,৮ মে সকাল ১০টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও বিকেল ৩টায় প্রতীক বরাদ্দ, জেলা প্রশাসকের কার্যালয় ও ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন অফিস,৮ মে বিকেল ৩টা হতে বিকেল ৫টা পর্যন্ত প্রতীক বরাদ্দ, জেলা প্রশাসকের কার্যালয় ও ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন অফিস, ১৮ মে ভোট গ্রহণ সকাল ৮টা হতে বিকেল ৩টা পর্যন্ত ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ অফিস।
Please follow and like us: