বিশ্ব সেরা অলরাউন্ডার কে, সাকিব না স্টোকস?
স্পোর্টস ডেস্ক:
আইপিএলে গত ৭ বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর এবার দল পরিবর্তন হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এবছর আইপিএলে তিনি মুস্তাফিজুর রহমানের পুরাতন দল সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলছেন। সানরাইজার্স হায়দ্রাবাদ সাকিবকে দলে নিতে খরচ করতে হয়েছে ২ কোটি রুপি।
ইতিমধ্যে তিনি হায়দ্রাবাদের হয়ে তিনটি ম্যাচে খেলেছেন। এই তিন ম্যাচের মধ্যে চমৎকার পারফমেন্স করেছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত তিন ম্যাচে তিনি পাঁচ উইকেট লাভ করেছেন। বল হাতে দুর্দান্ত সাকিব আল হাসানের এবারের আসরে ইকোনমিক রেট ৬.৫০। এছাড়া ব্যাট হাতে সাকিব দুই ইনিংসে করেছেন ৩৯ রান।আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৪ রানে তুলে নিয়েছিলেন দুটি উইকেট। পরের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩৪ রানে ১ উইকেট এর পাশাপাশি ব্যাট হাতে ১২ রান করেছিলেন সাকিব।তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২১ রানে তুলে নিয়েছিলেন দুটি উইকেট। এছাড়া ব্যাট হাতে ২৭ রান করেছিলেন সাকিব। এবারের আসরে কেমন খেললেন সাকিব আল হাসান? যদি অন্য ক্রিকেটারদের থেকে তুলনা করা হয় তাহলে সাকিবের এবারের আসরে মূল্য হওয়া উচিত ছিল ১৫ কোটি রুপি।তার কারণ সাকিব আল হাসানের থেকেও ৬ গুণ বেশি টাকা পেয়ে সাকিবের মতো পারফরম্যান্স করতে পারেনি অনেক ক্রিকেটার। যার মধ্যে রয়েছে ইংল্যান্ডের বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার এবং আইপিএলে এবারের আসরে সবচেয়ে দামি ক্রিকেটার বেন স্টোকস। পারফরম্যান্সের দিক দিয়ে সাকিব অন্তত স্টোকসের চেয়ে এগিয়ে থাকবেন।
Please follow and like us: