কালিগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩
ভ্রাম্যমাণ প্রতিনিধি :
কালিগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন মারাত্মক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১ টার দিকে মুন্সিগঞ্জ-সাতক্ষীরা মহাসড়কের কালিগঞ্জ উপজেলার পাউখালী নামক স্থানে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায় মুন্সিগঞ্জগামী একটি বাস পাউখালী পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের ভিতর থাকা তিনজন যাত্রী মারাত্মক আহত হয়। পরবর্তীতে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আহত ব্যক্তিদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।আহত ব্যক্তিরা হলেন কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী কামাল উদ্দিনের ছেলে সৈকত হোসেন (৩৮),শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের স্বপন কর্মকারের স্ত্রী অপর্ণা কর্মকার (৪৫) ও তার শিশু কন্যা সোনালী কর্মকর (০৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক হেকমত আলী জানান, আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক দুইটি কালিগঞ্জ থানায় আনা হয়েছে।
Please follow and like us: