কলারোয়ায় বজ্রপাতে কৃষক নিহত
কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে বিল্লাল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত বিল্লাল হোসেন কাঁদপুর গ্রামের দুখচান সরদারের ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথ ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী সাংবাদিকদের জানান,আজ ভোর ৫টার দিকে উপজেলার চন্দনপুরের খামার ডাঙ্গা মাঠে কৃষক বিল্লাল হোসেন(৩৫) ও তার স্ত্রী আছিয়া খাতুন পটল ক্ষেতে ফুল ছোয়াতে যায়। এ সময় হঠাৎ ব্রজপাত হলে ঘটনা স্থালে কৃষক বিল্লাল হোসেন নিহত হয়।
চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান, খামার ডাঙ্গা মাঠে স্বামী স্ত্রী মিলে পটল ক্ষেতে ফুল ছোয়াতে যায়। ব্রজপাতে কৃষক বিল্লাল হোসেন নিহত হলেও তার স্ত্রী আছিয়া খাতুন প্রাণে বেচে যায়। স্বামীর মৃত্যুতে আছিয়া খাতুন বাকরুদ্ধ হয়ে পড়েছে। এদিকে মাঠে ব্রজপাতে কৃষক নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Please follow and like us: