কলারোয়ায় দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের প্রশিক্ষণ
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে দু’দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের অফিসে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
উপজেলা দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা মুনকাছিম বিল্লাহ’র সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের পিডিবিএফ এর উপ-পরিচালক ছবিলা খাতুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পরভীন।
এছাড়াও প্রশিক্ষণ অনুষ্ঠানে সমিতির সভাপতি, সভানেত্রী, দলনেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য-এই প্রশিক্ষণে ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
Please follow and like us: