কলারোয়ায় কেমিস্টস সমাবেশ অনুষ্ঠিত
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি আয়োজিত এক কেমিস্টস সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার কলারোয়া কাছারি মসজিদ সংলগ্ন স্থানে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি ও বিসিডিএস কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব হাফেজ মোঃ দ্বীন আলি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, সমিতির জেলা নেতৃবৃন্দ আব্দুল্লাহ আল মামুন, কাওসার আলি।
উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শামসুর রহমান। অনুষ্ঠানে বক্তারা মানসম্মত ও ন্যায্য মূল্যে ক্রেতা সাধারণের ওষুধ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান। কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি যেন সকলের আস্থা অর্জনে সক্ষম হয়, এমন দায়িত্বশীল কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার বিষয়ে বক্তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, শেখ নাদির হোসেন অলক, শেখ আকতারুজ্জামান, হাফিজুর রহমান, শেখ রফিকুর রহমান, দেবকুমার বিশ্বাস, রেজাউল ইসলাম, আনিছুর রহমান পলাশ, লিটন, সিদ্দিকী, শিমুল হোসেন, আমিনুল ইসলাম, কবিরুল ইসলাম প্রমুখ।
Please follow and like us: