আশাশুনির পূর্ব কাদাকাটি বালিকা বিদ্যালয়ের টিনের চাল উড়েগেছে
আশাশুনি প্রতিনিধি :
সাতক্ষীরা আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটি বালিকা বিদ্যালয়ের টিনের চাল ঘূর্ণিঝড়ে উড়ে গেছে। ফলে স্কুলের ছাত্রীরা বারান্দায় বিপত্তিকর পরিবেশে ক্লাশ করতে বাধ্য হচ্ছে।
বিদ্যালয়টি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকাবাসীর সহযোগিতায় কোন রকমে গৃহ নির্মাণ করে ক্লাশ করা হচ্ছিল। ছাত্রীদের জায়গা সংকুলানের জন্য পরবর্তীতে স্কুলে নিয়োগ পাওয়া শিক্ষকরাসহ স্থানীয় কিছু মানুষের আন্তরিক সহযোগিতায় ৭ কক্ষ বিশিষ্ট একটি ইটের দেওয়াল ও টিনের ছাউনি দেওয়া বির্ল্ডিং নির্মাণ করা হয়। বেতন-ভাতা না পাওয়া শিক্ষকরা বিনা বেতনে চাকরীর পাশাপাশি বিদ্যালয় পরিচালনার জন্য প্রয়োজনীয় খরচ খরচা নিজেনাই করে আসছেন।
গত ১০ এপ্রিল ওই এলাকা দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড়ে স্কুল গৃহের ৭টি কক্ষের মধ্যে ৫টি কক্ষের টিনের চাল উড়ে যায়। ফলে ক্লাশ রুম বাদ দিয়ে ঘরের বারান্দায় খুবই নাজুক অবস্থায় ক্লাশ পরিচালনা করা হয়েছে। দেড় শতাধিক ছাত্রীকে নিয়ে শিক্ষকরা ক্লাশ চালাতে হিমশিম খাচ্ছেন।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক তারকচন্দ্র মন্ডল বলেন,সম্প্রতি ঘুর্ণিঝড়ে স্কুল টির টিনের চাল উড়ে গেছে । সে কারণে ছাত্রীরা ঠিকমত ক্লাস করতে পারছেনা ।
এ বিষয়ে আশাশুনি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লাহ বলেন ,এ ব্যাপারে কেউ আমাকে অভিহিত করেন । আগামীকাল অফিসে যেয়ে বিষয় টি দেখব।