সাতক্ষীরায় ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
জাহিদ হোসাইন:
চার কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে শহরের আমতলা এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া থানার কিংগ্রীপাড়া গ্রামের কেরামত আলীর ছেলে দুখু মিয়া(৩২) ও দুখু মিয়ার স্ত্রী খাদিজা বেগম(২৫)। বর্তমানে তারা খুলনার বড় কয়রার খেজুরতলা এলাকায় আলমগীর হোসেনের বাড়িতে ভাড়া থাকেন।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ হাশেমী বলেন ,গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহারিয়ার হাসানের নেতৃত্বে একটি দল শহরের আমতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুুকায়িত অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে ।
Please follow and like us: