মুজিবনগর আম্রকানন সেজেছে বর্ণিল সাজে!
ডেস্ক রিপোর্ট :
আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উদযাপনে মেহেরপুরের মুজিবনগর আম্রকানন বর্ণিল সাজে সাজানো হয়েছে। স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসন। এদিকে এ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক পরিমল সিংহ ও পুলিশ সুপার মো. আনিসুর রহমান।
১৯৭১ সালের ১৭ এপ্রিল তত্কালীন বৈদ্যনাথতলা (মুজিবনগর) আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে। দিনটি জাতির কাছে তুলে ধরতেই কয়েক বছর ধরে আম্রকানন ঘিরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে।
জেলা প্রশাসক পরিমল সিংহ জানান, এদিন সকাল ৯টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পরই শুরু হবে কুজকাওয়াজ ও গার্ড অব অনার। এরপর শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবসের আলোচনা সভা শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সভাপতিত্ব করবেন মুজিবনগর দিবস উদযাপন কমিটির আহবায়ক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
Please follow and like us: