প্রতাপনগরে শান্তি ও সম্প্রীতিময় সমাজ গঠনে সংলাপ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে শান্তি ও সম্প্রীতিয় সমাজ গঠণ ও আন্তঃ সম্পর্ক উন্নয়নে তরুণ-যুব, জ্যেষ্ঠ ও অভিজ্ঞ জনগোষ্ঠীর ভূমিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় প্রতাপনগর ইসলামি লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ এর হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
জিসার্ফ এর অর্থায়নে রূপান্তর খুলনার সহযোগিতায় অগ্রগতি সংস্থা সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, প্রতাপনগর সিনিঃ মাদরাসার প্রভাষক হারুন অর রশিদ। মডারেটরের দায়িত্ব পালন করেন আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অগ্রগতি সংস্থার উপজেলা কর্মকর্তা তহীদুর রহমান তহীদ। সংলাপে তরুণ-যুব ও জেষ্ঠ্য-অভিজ্ঞ জনগোষ্ঠীর মধ্যকার ব্যবধানের কারণ, সহিংসতার কারণ, পারিবারিক বন্ধন শিথিলতার কারণ, তথ্য প্রযুক্তির অপব্যবহার ও সেখান থেকে তরুণ-যুবদের সঠিক পথ উত্তরণের উপায়, শান্তি ও সম্প্রীতিময় সমাজ গঠনে প্রতিবন্ধকতাসমুহ নির্ণয় এবং প্রতিবন্ধকতাসমুহ দূর করার উপায় নিয়ে পারস্পরিক আলোচনা করা হয়।
Please follow and like us: