দেবহাটায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের র্যালি ও আলোচনা সভা
দেবহাটা প্রতিনিধি :
দেবহাটায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী আফিসার হাফিজ আল আসাদেও সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আনারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, সমাজ সেবা কর্মকর্তা অধির কুমার গাইন, কৃষি কর্মকর্তা জসিম উদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা অসিত বরণ রায় প্রমুখ।
Please follow and like us: