দীর্ঘদিনের ভোগদখলী মৎস্যঘের দখল চেষ্টার প্রতিবাদে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান
প্রেস বিজ্ঞপ্তি :
জেলা কৃষকলীগ সভাপতির দীর্ঘদিনের ভোগদখলী মৎস্যঘের দখল চেষ্টার প্রতিবাদে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদকের সমন্বয়ে কৃষকলীগ নেতৃবৃন্দ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি হেনরি সরদারের নেতৃত্বে এ স্মারক লিপি প্রদান করেন।
স্মারক লিপিতে বলা হয়েছে, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধু দীর্ঘদিনের নগরঘাটা ইউনিয়নের বিল নটাডাঙ্গা মৌজায় অবস্থিত ২৬০ বিঘা জমিতে শান্তিপূর্ণভাবে ধান ও মৎস্য চাষ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের আয়নুদ্দিন গাজীর ছেলে আব্দুল হান্নান গাজী ও মিঠাবাড়ী এলাকার অজিয়ার সরদারের ছেলে মিজানুর গং অবৈধভাবে দখলের উদ্দেশ্যে সন্ত্রাসী বাহিনী নিয়ে ইতোমধ্যে ৯০ বিঘার মত সম্পত্তি ঘেরা বেড়া দিয়ে বাধ নির্মাণ করছে। এঘটনার প্রতিবাদ করতে গেলে তারা বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে। এতে অত্র এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ভিত্তি ও কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এঘটনায় উক্ত দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক তার দীর্ঘদিনের ভোগদখলি সম্পত্তি উদ্ধার করে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
Please follow and like us: