কলারোয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। উপজেলা প্রশাসনের আয়োজনে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হাসেন, শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সনাতন ধর্মীয় নেতা মনোরঞ্জন সাহা প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ড’র ডেপুটি কমান্ডার আবুল হোসেন, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলি, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, প্রধান শিক্ষক ইমদাদুল হক, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক আ.রহমান, এমএ সাজেদ, মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, কামরুজ্জামান, পূজা উদযাপন পরিষদ নেতা সিদ্ধেশ্বরী চক্রবর্তী, উপজেলা যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, আসাদুজ্জামান তুহিন, পৌর যুবলীগ নেতা নয়ন হোসেন, সনাতন ধর্মীয় নেতা সন্দীপ কুমার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলি।
Please follow and like us: