সানির চিন্তার শেষ নেই…
বিনোদন ডেস্ক :
আট বছরের এক মেয়েকে গণধর্ষণ করে খুনের ঘটনায় গোটা ভারত যখন আতঙ্কিত, ঠিক তখনই বলিউড তারকা সানি দিলেন নতুন প্রতিশ্রুতি! শনিবার নিজের ছোট্ট মেয়ে নিশাকে সবরকম অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবেন জানালেন তিনি।
মেয়েকে কথা দিলেন, প্রয়োজনে নিজের প্রাণের বিনিময়েও তাকে রক্ষা করবেন। সে যেন কখনো নিজেকে একা ভেবে ভয় না পায়!
ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে সানি লেখেন, আমি প্রমিস করছি, বাইরের যে কোনো অশুভ শক্তির হাত থেকে তোমাকে রক্ষা করবো। তার জন্য যদি আমাকে নিজের জীবন বাজি রাখতে হয়, আমি তাতেও পিছিয়ে থাকবো না। গত বছরই এই মেয়ে নিশাকে দত্তক নেন সানি ও তার স্বামী।
তিনি আরো লেখেন, খারাপ মানুষদের হাত থেকে শিশুদের রক্ষা করা অভিভাবকদের দায়িত্ব। তা বলে শিশুদের কাছ থেকে শৈশব চুরি করে নিলে হবে না। সন্তানকে আরো বেশি কাছে টেনে নিতে হবে আমাদের। একজন দায়িত্বশীল মা হিসাবে সানির তার সন্তানের নিরাপত্তা নিয়ে চিন্তা হওয়াটা স্বাভাবিক।
বিশেষত কাঠুয়া পরবর্তী সময়ে গোটা দেশের অধিকাংশ অভিভাবকই এখন নিজের কন্যাসন্তানের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় ভুগছেন। নিশা ছাড়াও সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবারের আরো দুই সন্তান রয়েছে। তাদের নাম আশার ও নোয়া। এবছর সারোগেসির মাধ্যমে এই দুই যমজ সন্তানের জন্ম হয়।
তিন সন্তানের মা সানি সম্প্রতি একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, যখন আমরা নিশাকে দত্তক নিই, তখন ওর বয়স মাত্র ২১ মাস। ও আমাদের চোখের সামনে একটু একটু করে বড় হচ্ছে। আর তাই ওকে নিয়ে আমার চিন্তার শেষ নেই।
Please follow and like us: