সাতক্ষীরার কুশখালী ইউনিয়নে মাসিক সভা অনুষ্ঠিত
শহর প্রতিনিধি :
১৬ এপ্রিল বেলা ১২টায় কুশখালী ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি, নারী ও শিশু নির্যাতিত প্রতিরোধ কমিটি, চোরাচালান প্রতিরোধ কমিটি ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাগুলো চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
কুশখালী ইউ.পি কর্তৃক আয়োজিত এবং অগ্রগতি সংস্থার সহযোগিতায় এ সভায় বক্তব্য রাখেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান সার্ভে অফিসার মো. আব্দুল মজিদ, কুশখালী বিওপি কমান্ডারের পক্ষে হাবিলদার মো. মোতাহার হোসেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির মো. সাকিবুর রহমান, ইউ.পি সদস্য মোছা. মনঞ্জুরা খানম ইতি ও সচিব মো. মতিউর রহমান প্রমুখ।
আলোচনায় নারী ও শিশু পাচার ও নির্যাতন রোধে প্রচারণা, বিদেশে যাওয়া ক্ষেত্রে ভিসা যথাযথ যাচাই বাঁছাই করা, সরকারিভাবে অনলাইন নিবন্ধন করা, নারী ও শিশুর নির্যাতন প্রতিরোধে গ্রাম আদালত সচল রাখা, সীমান্তে সমস্ত ধরনের চোরাচালান বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধে কোর্ট এফিডেভিট করলেও আইনের আওতায় আনা, সকল দুর্নীতি বিরুদ্ধে প্রতিরোধ করা, ইউপি লিগ্যাল এইড চালু, ইউপি’র স্ট্যান্ডডিং কমিটিসমূহ সচল রাখাসহ ইউনিয়নের সামগ্রিক আইন শৃঙ্খলা পর্যালোচনা করা হয়।
সভাগুলো সঞ্চালনা করেন অগ্রগতি সংস্থার আলমগীর হোসেন।