ব্রি ধান ২৮ উৎপাদনে বাম্পার ফলন পাটকেলঘাটায়
পাটকেলঘাটা প্রতিনিধি :
পাটকেলঘাটায় এ বছর ব্রিডার বীজ থেকে ভিত্তি বীজ ব্রি ধান ২৮ উৎপাদনে বাম্পার ফলন হয়েছে। পাটকেলঘাটার প্রত্যান্ত অঞ্চলে এ বছর ব্রিডার বীজ থেকে ব্রি ধান ২৮ উৎপাদন করা হয়।
আজ সোমবার পাটকেলঘাটার তৈলকুপী,যুগীপুকুর,মির্জাপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের বীজ প্রত্যয়ন এজেন্সির খুলনা অঞ্চলের সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার বুদ্ধদেব সেন।
এসময় উপস্থিত ছিলেন কপোতাক্ষ সীডের প্রোঃ বিশ্বজিৎ সাধু,কালাম সীড কোম্পানির মোঃ আবুল কালাম,সোনামণি বীজ ভাণ্ডারের হাজী আঃ সোবহান,উষী সীডের কৃষিবিদ উত্তম মজুমদার,আহাদ সীডের আঃ আহাদ সহ আরও অনেকে।
Please follow and like us: