বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে জাতীয়বাদী ঐক্য প্যানেলের সমর্থনে প্রস্তুতি সভা
প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে জাতীয়বাদী ঐক্য প্যানেলের সমর্থনে গতকাল বেলা ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের ২য় তলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিট শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি এড. মোঃ নূরুল আমিনের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা এড. মোঃ আকবর আলী, বিএনপি নেতা এড. এ বি এম সেলিম, এড. শেখ জুলফিকার আলম শেখ শিমুল), এড. মোস্তফাজামান, এড. অসীম কুমার মন্ডল, এড. সরদার সাইফ, এড. সোহরাব হুসাইন সুজন, এড. সোহরাব হোসেন বাবলু, এড. হাসিব, এড. আমিনুল ইসলাম(আমিন), এড. শফিকুল ইসলাম, এড. জাহাঙ্গীর আলম, এড. রেজাউল ইসলাম, এড. আলমগীর আশরাফ, এড. শাহাজান আলী, এড. রবিউল ইসলাম। সভায় সিদ্ধান্ত হয় যে, ১৭ এপ্রিল সাতক্ষীরা জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের প্রার্থীর আগমন উপলক্ষে সভা সফল করা হয়। প্রতি সপ্তাহে প্রার্থীদের পক্ষে প্রচারণা লিফলেট বিতরণ করা এবং জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের প্রার্থীদের নির্বাচিত করার জন্য সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্যদের আহ্বান জানানো হয়।
Please follow and like us: