বাঁশদহায় হাসির নাটক ফোরটোয়েন্টির শুটিং সম্পন্ন
বাঁশদহা প্রতিনিধি:
বিশিষ্ট টিভি নাট্য পরিচালক মুছা করিমের পরিচালনায় হাসির নাটক “ফোরটোয়েন্টি” (৪২০), রচনায় বিশ্বজিত দাস। নাটকের নায়কের ভূমিকায় অভিনয় করলেন সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী কাথন্ডা গ্রামের রেজাউল সরদারের ছেলে এস,এম-আমিনুর রহমান (জীবন)। পহেলা বৈশাখ উপলক্ষে সদর উপজেলার বাঁশদহার বিভিন্ন প্রকৃতির ষ্পটে নাটকটির শুটিং হয়। সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলীর ও সাবেক মেম্বর বদরুজ্জমান খোকার বাড়িতে শুটিং টি সম্পন্ন হয়েছে। নাটকের অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন নায়িকা নন্দীনি রায় (নিহা), আপন, রাকেশ, সোহাগ, ইকবল, মনির, বাচ্চু, নয়ন, প্রিয়া, মুক্তা, জয়, সারুক, ডাঃ হুমায়ন কবির, নজরুল ভাষ্কর, আসিফ,শাহিন প্রমূখ। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন বন্ধন টেলিমিডিয়ার ভারপ্রাপ্ত সভাপতি বাবু অতুল কুমার ঘোষ,বদরুজ্জামন খোকা ও ফিরোজ হোসেন। এছাড়া এস,এম আমিনুর রহমান (জীবন)-প্রেমের ঝড়, করুণ পরিনতি, ঘটনা অন্য রকম, ঝরা ফুল ও ভিন্নদৃষ্টি সহ বিভিন্ন মঞ্চে নাটকে অভিনয় করেছেন। বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের প্রযোজনায় নাটকের চিত্র ধারণ করেছেন রানা ভিডিও সেন্টার। নাটকটি খুব শিঘ্রই টিভি চ্যানেলে প্রচারিত হবে।
Please follow and like us: