পহেলা বৈশাখ উপলক্ষে পাটকেলঘাটার কুমিরায় চলছে পাঁচ দিন ব্যাপী মেলা
পাটকেলঘাটা প্রতিনিধি :
পাটকেলঘাটা কুমিরায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কুমিরা ইউনিয়ন শাখা কমিটির আয়োজনে ৫ দিন ব্যাপী বর্ষবরণ ও বৈশাখী মেলা। মেলায় প্রতিদিন সন্ধ্যায় উন্মুক্ত মঞ্চে বঙ্গবন্ধু,বাংলাদেশ ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা হয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে।
প্রথম দিন বর্ষবরণ উৎসবের উপর উদ্ভোদক হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।
২য় দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান।
৩য় দিন কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।
৪র্থ দিন প্রাথমিক স্কুলের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা করবেন আলহাজ্ব নজরুল ইসলাম চেয়ারম্যান জেলা পরিষদ সাতক্ষীরা। আরও উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
৫ম দিন সাতক্ষীরা জেলা, উপজেলা ইউনিয়নের শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কমিটিকে সংবর্ধনা দেওয়া হবে এসময় উপস্থিত থাকবেন উপজেলা সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন গোপাল ঘোষ,শহিদুল ইসলাম,নিভাস সরকার,রেজাউল ইসলাম,নব পাইন,মফিদুল মাষ্টার,সজল নন্দীসহ আরও অনেকে। সার্বিক সহযোগিতায় মোঃ রফিকুল ইসলাম বৈশাখী মেলা কমিটির আহবায়ক ও সাধারণ সম্পাদক কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগ।
Please follow and like us: