হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডা: স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৩ তম জন্মবার্ষিকী পালন
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্না ডা: স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌরসদরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। পরে বেলা ১১টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ-হাসপাতালের সভাপতি মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপ-সচিব বিআরটি এর চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর, প্রফেসর আলহাজ্ব নুরুল ইসলাম, অধ্যাপক এম এ ফারুক, সাবেক অধ্যক্ষ ইউনুচ আলি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন। র্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এএসএম আতিকুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, ডাঃ আনিছুর রহমান, মুক্তিযোদ্ধা আলহাজ্ব খান আমজাদ হোসেন, কলেজ অধ্যক্ষ ডা: এমএ বারিক, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদু রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, ডা: আশিকুর রহমান, ফাতেমা খাতুন, ডা: সেলিনা আক্তার, ডা: মাহাবুবুর রহমান, ডা: আব্দুল্লাহ আল ফারুক, আফিফা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা: এমএ বারিক।
Please follow and like us: