সাতক্ষীরাপত্রের ৭ম সংখ্যার মোড়ক উন্মোচন
শহর প্রতিনিধি:
বৃহস্পতিবার বিকাল ৫টায় সাতক্ষীরা প্রেসক্লাবে নজরুল একাডেমী ও সুন্দরবন সাহিত্য পরিষদের উদ্যোগে ‘সাতক্ষীরাপত্র’র ৭ম সংখ্যার মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক গাজী আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ ও গীতিকবি-শ্রেষ্ঠ শিক্ষক প্রাণকৃষ্ণ সরকার। আলোচনায় অংশগ্রহণ করেন সাহিত্যিক সোহরাব হোসেন মনু। স্বাগত বক্তব্য রাখেন গাজী শাহজাহান সিরাজ। মোড়ক উন্মোচন ও আলোচনার পরে নজরুল একাডেমীর শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মুনসুর রহমান।
Please follow and like us: