বীরমুক্তিযোদ্ধা ইনামুল হক বিশ্বাসের মৃত্যুতে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির শোক
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইনামুল হক বিশ্বাস রবিবার দুপুর ১২টায় খুলনার আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি—রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো(৬৫) বছর। তিনি ১ ছেলে, ১ মেয়ে স্ত্রীসহ আত্নীয় স্বজন-পরিবার পরিজন ও অসংখ্য গুনগ্রাহি রেখেগেছেন। বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংগঠক সাবেক জেলা কমান্ডার এবং সাতক্ষীরার মুক্তিযুদ্ধের পক্ষের সকল আন্দোলনের অগ্রণী সৈনিকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি, সাধারণ সম্পাদক অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, অধ্যাপক সাবীর হোসেন, এড. ফাহিমুল হক কিসলু, অধ্যাপক ময়নুল হাসান, অধ্যাপক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, শিক্ষক স্বপন কুমার শীল,নারী নেত্রী নাসরিন খান লিপি, আব্দুল জলিল, অধ্যাপক পাল সুভাশীষ, যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর, নির্মল সরকার প্রমুখ। অনুরূপ বিবৃতি দিয়েছেন, জাতীয় শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড. ফাহিমুল হক কিসলু, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম, সহ-সভাপতি আবুল খায়ের, মিজানুর রহমান, সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, শামিম হোসেন বাবু, আজাদ হোসেন, হাসানুজ্জামান, শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা: আলী হোসেন প্রমুখ।
নাগরিক আন্দোলন মঞ্চের শোক জ্ঞাপন
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইনামুল হক বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু, সদস্য সচিব আলীনুর খান বাবুল সহ সকল নেতৃবৃন্দ।
Please follow and like us: