বাংলাদেশি মুহইয়াবিন নাম লেখালেন রিয়াল মাদ্রিদে
ছোটবেলা থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে এসেছেন বাংলাদেশি ছেলে মাহিউদ্দিন মুহইয়াবিন। তার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। স্প্যানিশ ফুটবলের জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
তরুণ মাহিউদ্দিন মুহইয়াবিন সৌদি আরবে বসবারত চট্টগ্রামের ব্যবসায়ী আব্দুল হাকিমের ছেলে। পড়াশোনা করছেন রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি শাখায়। পড়াশোনার পাশাপাশি তার ফুটবল খেলায় ব্যাপক আগ্রহ।
সেই মুহইয়াবিন এমন একটি ক্লাবে নাম লেখাতে পেরে গর্বিত। তিনিই একমাত্র বাংলাদেশি তরুণ। এ অর্জনে আনন্দিত ও গর্বিত তার পরিবার। পরিবারের ইচ্ছা, একদিন সে দেশের জন্য খেলবে।
Please follow and like us: