চলাচলের রাস্তা খুঁড়ে খুঁজে চলেছে “পিলিয়ার”
শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগরের চন্ডিপুর কলেজের পাশ দিয়ে এক মেঠো পথ বয়ে গিয়েছে। রাস্তার মাঝবর্তী স্থানে রাতের অন্ধকারে কে বা কাহারা রাস্তা খুঁড়ে খুঁজে চলেছে “পিলিয়ার” নামক এক ধাতু। এটি বাংলার দামি এক সম্পদ। কোন এক সময় বাংলাদেশ সরকার এটি বিভিন্ন স্থানে বসিয়ে থাকে, বজ্রপাত থেকে রক্ষা পেতে। এটি বিদেশে বিক্রি করে নাকি অনেক দামে। এটার এই অপব্যবহার এর কারণে নাকি বাংলাদেশে এত বজ্রপাতের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত দুই বছর আগে তারা সেখানে সম্পদটি পেতে হার মানে। তাই এবছর ও আবার রাতের অন্ধকারে রাস্তা কেটে খুঁজতে এসেছে। এতে রাস্তায় চলাচল খুবই অসুবিধা হয়ে যাচ্ছে জনসাধারণের।
এলাকার মানুষের কাছে জানা যায়, গত বছর নাকি রাস্তার পাশ ঘেঁষে খুঁড়েছিল মনে হয় তখন কিছু পাইনি তাই তারা এবছর ও আবার সন্ধানে এসেছে। আর এবছর রাস্তার মাঝ বরাবর খুঁড়েছে, এতে করে তাদের চলাচলের খুবই অসুবিধা হচ্ছে।
সাধারণ মানুষ প্রশাসন এর হস্তক্ষেপ কামনা করছে।
Please follow and like us: