কুশখালীতে শিশু ক্লাব সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
এম.এ হোসাইন :
কুশখালীতে পলাশ শিশু ক্লাব সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী কুশখালী ইউনিয়নের ভাদড়ায় পলাশ শিশু ক্লাবের উদ্যোগে শিশুদের দক্ষতা বৃদ্ধিমূলক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
পলাশ শিশু ক্লাবের সভাপতি মোছা. তন্নি খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্য হেনা খাতুন, পলাশ শিশু ক্লাবের সাধারণ সম্পাদক আতিক ইকবাল, ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আব্দুল হক পাটোয়ারি, ইয়ুথ ভলান্টিয়ার শারমিন আরা পারভীন, হাবিবুর রহমান সহ শিশু ক্লাবের সদস্যবৃন্দ।
শিশু সুরক্ষা, অনিরাপদ স্থানান্তর, শিশু অধিকার, শিশু অধিকার সনদ, পিয়ার টু পিয়ার লার্নিং, শিশুর অংশগ্রহণ, জেন্ডার সমতা, খেলাধুলা ও বিনোদন, স্থানীয় পর্যায়ে এ্যাডভোকেসি প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ সেশন পরিচালনা করা হয়।
সমগ্র প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের পলাশ শিশু কেন্দ্রর কমিউনিটি মবিলাইজার মো. আবুল হোসেন।
Please follow and like us: