কালিগঞ্জের গোয়ালপোতায় বুড়ো শিব মন্দিরে চড়ক পূজা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতায় শ্রীশ্রী বুড়ো শিব মন্দিরে ১৪ এপ্রিল দিন ব্যাপী নীলপুজা ও চড়কপুজা অনুষ্ঠিত হয়েছে। শত শত নারী পুরুষ শিবের ভক্ত নীল উপবাসের মধ্যে দিয়ে পুকুরে স্নান ও পরে শিবের মাথায় ফুল প্রার্থনার মধ্যে দিয়ে পড়ার পর কাঁটাঝাপ অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবছরও গোয়ালপোতা শিব মন্দির কমিটির আয়োজনে মহারাজ প্রতাপাদিত্যের বংশধর কাঠুনিয়া রাজবাড়ীর রাজা যতীন্দ্র মোহন রায়ের দানকৃত গোয়ালপোতা গ্রামে প্রায় ২ শত বছরে প্রাচীন শিব মন্দির প্রাঙ্গণে ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সনাতন ধর্মালন্বীদের নীল পূজা ও চড়ক পূজায় ব্যাপক মানুষের সমাগম হয়। গোয়ালপোত শিব মন্দির কমিটির সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রতনপুর ইউনিয়ন শাখার সভাপতি হিমাংশু কুমার ঘোষের সার্বিক তত্বাবধানে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠান সূচির মধ্যে ছিল উত্তরী নেওয়া, মাঠ সন্ন্যাস খেজুর ভাঙ্গা ও পটাশ ভাঙ্গা, নিত্যপুজা, নীল পূজা, শিব মন্দিরে প্রদীপ প্রজ্বলন, শনিবার চড়ক পূজা, পটাশ ভাঙ্গা ও সন্ন্যাসীদের উত্তরী খোলা। শনিবার বিকালে চড়কপুজা পরিদর্শন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। কালিগঞ্জ থানার এস.আই মামুনুর রহমান মামুন, এসআই ফেরদাউস, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ধলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জি, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কর, রতনপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মুজিবর রহমান, পূজা কমিটির সদস্য অরূপ কুমার হাইতি, নরেন মণ্ডল, মৃত্যুন জয় ঘোষ, গুরুপদ প্রমুখ। চড়কপুজা উপলক্ষে মেলা বসে এবং এলাকার সকল ধর্মের মানুষের একটি মিলন মেলায় পরিণীত হয়।
Please follow and like us: