আওয়ামীলীগ সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে
নাজমুল শাহাদাৎ :
সাতক্ষীরা সদর উপজেলার খানপুরের নাচনেখালি গ্রামে শ্রী শ্রী মহাশশ্মান কালীপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নাচনেখালি মহাশশ্মান মন্দির কমিটির সভাপতি শিক্ষক দীপঙ্কর সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএম শওকত হোসেন, সাধারণ-সম্পাদক শাহ্জান আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আকবর আলী, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, আগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজনুর রহমান (মালি), স্থানীয় ইউপি সদস্য শাহাদাৎ হোসেন, ইব্রাহীম খলিল, আজহারুল ইসলাম। এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাস করে এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। যার কারণে আজ সাতক্ষীরার উন্নয়নের চিত্র দৃশ্যমান। স্ব-নির্ভর জাতি গঠনে বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনা’র বিকল্প নেই উল্লেখ করে বক্তরা আরো বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে আ.লীগ সরকার অভাবনীয় উন্নয়ন করেছে। সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে এদেশ খুব শিগরই উন্নত বিশ্বে পদার্পণ করবে। মোট কথা আওয়ামীলীগ সরকার সৃষ্ঠি করতে জানে, ধ্বংস করতে জানে না। ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার দেশকে ডিজিটালে রূপান্তর করে উন্নয়নের মহা সড়কে দেশ নিয়ে গেছে। সরকারের ধারাবাহিকতা রাখলে এ অগ্রযাত্রা বিশ্বে উদাহরণ হয়ে থাকবে। তাছাড়া সরকার আজ জাতি, ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে সমান মর্যাদা দিয়েছে যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেনরিয়াজুল ইসলাম, লিটন হোসেন, আমিনুর রহমান, বাবু মাদব বিশ্বাস, প্রভাস বিশ্বাস, কিনুপদ কর্মকার, বিভূতি সরকার, পরিতোষ দাস, তপন কুমার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আগরদাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক বাবু তাপস কুমার আর্শ্চায্য।
Please follow and like us: