কলারোয়ায় ১২০০ পিচ ইয়াবাসহ ২ যুবক আটক
কলারোয়া প্রতিনিধি:
১২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে কলারোয়া থানা পুলিশ। শনিবার বিকালে উপজেলার রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে এ আটক ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, কলারোয়ার রঘুনাথপুর গ্রামের ইউসুফ আলীর পুত্র নিজাম উদ্দীন(৩০) ও হাটুনি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে জব্বার আলী (২৭)।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বলেন, কলারোয়া থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই আহসান হাবিব, এএসআই সাগর আলী, এএসআই শাহিনুর ইসলাম, কনস্টেবল শাহরুল ইসলাম, নারী কনস্টেবল চুমকি অধিকারী অভিযান চালিয়ে বিকালে রঘুনাথপুর গ্রামের ইউসুফ আলীর বাড়িতে অভিযান চালিয়ে ইউসুফ ও জব্বারকে ১২০০ পিচ ইয়াবাসহ আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: