কলারোয়ায় চকজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয় “পহেলা বৈশাখ” ১৪২৫

মেহেদি জনি /খালিদ :
বাঙালী জাতির পুরাতন ইতিহাস ও ঐতিহ্য বহনের ১৪২৫ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের দিনটি বাঙালী জাতির জন্য সবচেয়ে আনন্দময়, সবচেয়ে রঙিন উৎসব।এই দিনটি পালনের লক্ষে কলারোয়ার ১ জয়নগর ইউনিয়নের চকজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয় পহেলা বৈশাখ।
বিদ্যালয়ে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মিজানুর রহমান,সহকারী শিক্ষক মোঃ রুহুল কুদ্দুছ এবং সহকারী শিক্ষিকা শরিফুন্নেছা ।
এই দিনটি ঘিরে বিদ্যালয় এর প্রধান শিক্ষক বলেন, কাটুক ভালো তোমার দিন…… আসছে বছর নতুন দিন…… স্বপ্ন দেখ রঙিন রঙিন….. আসছে বছর এর নতুন দিন“শুভ নববর্ষ -১৪২৫ । আরো বলেন আমার সকল ছাত্র ছাত্রী কে পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক সব বিষয় অনেক এগিয়ে নিতে চাই।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলেন, ইতিহাস এবং ঐতিহ্যের ধারাবাহিকতায় মানুষ কিছু আনন্দ এবং স্মৃতিকে আপন করে নেয়। প্রতিটি জাতি ও সভ্যতা সংস্কৃতির মাধ্যমে খুঁজে পায় তার নিজস্ব অনুভূতি এবং স্বকীয় বৈশিষ্ট্য ।স্বাগতম, সুস্বাগতম বাংলা নববর্ষ।
সহকারী শিক্ষিকা শরিফুন্নেছা বলেন,আমরা সবাই প্রতি বছরে ১৪ই এপ্রিল ১লা বৈশাখের এই দিনটি পালন করে থাকি। সকল ছাত্র ছাত্রী আমার সন্তান এর মত ভালবাসি । তাদের সকল কে আন্তরিক ভাবে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানায়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুহুল কুদ্দুছ।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)