সাতক্ষীরায় এফ সি শপিং কমপ্লেক্স’র উদ্বোধন
মাসুদ আলী:
উন্নত সেবা দেওয়ার প্রত্যয়ে এবং কেনাকাটায় আরও একধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্যে সাতক্ষীরায় এফ সি শপিং কমপ্লেক্স’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রসুলপুরস্থ শিশু হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শপিং কমপ্লেক্সের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেন। এফ.সি শপিং কমপ্লেক্সের পরিচালক মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মাহসীন হোসেন বাবলু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সফিক-উদ-দৌলা সাগর, কাউন্সিলর ফারহা দিবা খান সাথী,সাতক্ষীরা চক্ষু হাসপাতালের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পৌর কৃষকলীগের যুগ্ম সম্পাদক শাহ আনারুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফফান রোজ বাবু। সার্বিক সহযোগিতায় ছিলেন শেখ মনিরুজ্জামান। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতার বাজারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে কমপ্লেক্সটিকে অবশ্যই ন্যার্য্য মূল্যের দিকে খেয়াল রাখতে হবে। সাথে সাথে পণ্যের গুনগত মানটাও হতে হবে যুগোপযোগি। সেবার ক্ষেত্রে সদা প্রস্তুত থাকতে হবে। তাহলে এগিয়ে যাবে প্রতিষ্ঠানটি।এ সময় বক্তারা প্রতিষ্ঠানটির উত্তোরত্তর সাফল্য কামনা করেন।