সাইকেলে চড়ে বাংলাদেশ ভ্রমণ করার ইচ্ছা দুই বালকের
স্টাফ রিপোর্টার:
বাল্য বিবাহ রোধ ,সুষ্ঠু নাগরিক হিসেবে গড়ে ওঠা ও মাদকের বিরুদ্দে রুখে দাঁড়ায়,জীবনের ঝুকি কমায় এ স্লোগান কে সঙ্গে নিয়ে বাইসাইকেলে চড়ে বাংলাদেশের ২৭ টি জেলা ভ্রমণ করলেন লালমনিরহাট জেলার চরিতামারি গ্রামের নুরুল ইসলামের ছেলে মো: রাকিবুর ইসলাম (১৭) ও একই জেলার আদিতামারী গ্রামের শ্রী বিনয় কুমার মহন্তের ছেলে মধু মিলন মহন্ত (১৬)।
তারা আদিতামারী জি এস মডেল স্কুল এ্যান্ড কলেজের এসএসসির ফল প্রার্থী।তারা লালমনিরহাট জেলার আদিতামারী উপজেলা থেকে শুরু করে রংপুর ,দিনাজপুর,ঠাকুরগাও,পঞ্চগড়,নীলফামারি,কুড়িগ্রাম,জয়পুর হাট সহ ২৭ টি জেলা ভ্রমণ করে আজ সন্ধায় সাতক্ষীরা এলজিইডি ভবনে ওঠেন ।সেখান থেকে দীপালোক একাডেমীর পরিচালক ও ৭১ টিভির জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জী তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন । এবং তিনি সাতক্ষীরায় তাদের দেখভালের ব্যবস্থা করেন।২৭ টা জেলা ভ্রমণ করতে তাঁর সময় লেগেছে ৩২ দিন। গত ৯ মার্চ তারা ভ্রমণের উদ্দেশ্যে বের হয় ।আজ ১৩ এপ্রিল তারা এলজিইডি ভবনে অবস্থান করছে ।
এ ব্যাপারে তাদের সাথে কথা হলে তারা দৈনিক সাতক্ষীরা কে জানান,আমরা প্রতিটা জেলায় ৩ টা করে স্কুলে গিয়ে বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে প্রচারনা চালাচ্ছি ।আমরা নিজে থেকে উদ্বুদ্ধ হয়ে কাজটি করছি । আশা করছি বাংলাদেশর ৬৪ টা জেলায় ভ্রমন করে এই প্রচারণা চালাবো ।
তারা আরো বলেন, বাইসাইকেলে সারা দেশ ভ্রমণের সময় প্রতিটি এলাকার মানুষ তাঁদের সহযোগিতা করেছে, ভালোবেসেছে। তবে মহাসড়কগুলোতে সাইকেল চালাতে গিয়ে বেশ কয়েকবার অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। ‘সারা দেশ ঘুরে বুঝতে পারলাম, সাধারণ মানুষ দেশকে খুবই ভালোবাসে।
প্রথম দিন লালমনিরহাটের জেলা প্রশাসক মো: শফিউল আরিফ কাছ থেকে শুভেচ্ছা বিনিময় করে যাত্রা শুরু করে । এ বিষয়ে তাদের সহযোগিতা করছে বাংলাদেশ স্কাউট রংপুর অঞ্চল ও দুরন্ত বাই সাইকেল ।