বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই: আসাদুজ্জামান বাবু
শহর প্রতিনিধি:
আলহাজ্ব আসাদুজ্জামান বাবুর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ব্রহ্মরাজপুর বড় খামার ইউ.সি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রহ্মরাজপুর ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উঠান বৈঠকে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সদর-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। ব্রহ্মরাজপুর ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু নিলিপ কুমার মল্লিক, সাধারণ সম্পাদক নুর ইসলাম মগরেব, সাংগঠনিক সম্পাদক অজিহার রহমান, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অর্পন গাইন অপু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কোরবান আলী, ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আঃ রশিদ সরদার, সাধারণ সম্পাদক শেখ সালাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন রাজু। এসময় উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাহেব আলী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আদর আলী, আলহাজ্ব আঃ জব্বার, প্রফেসর আঃ মান্নান, সাবেক মেম্বর সামছুর রহমান, গয়েছউদ্দীন সরদার, আঃ সুবর সরদার, আঃ জব্বার, লোকমান সরদার, আঃ রহিম, ডালিম হোসেন সহ এলাকারা গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান বাবু বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। বর্তমানে শেখ হাসিনা সরকার রাস্তাঘাট, শতভাগ বিদ্যুৎ, বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া বিশ্বের আর কোনো দেশে নেই। বিধবা ভাতা, বয়স্কভাতা, নারীদের সকল সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে বাংলাদেশ আজ মাথা উচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু এখন দৃশ্যমান। অনেকেই বলেছিল কোথায় পদ্মা সেতু, কোথায় কি? বর্তমানে পদ্মা দৃশ্যমান যা খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে। এছাড়া ঘরে ঘরে বিদ্যুৎ, চাকুরিসহ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক সকল সুযোগ সুবিধা আজ বাংলাদেশের মানুষ ভোগ করছে। বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।
Please follow and like us: