পহেলা বৈশাখ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মসূচী
ডি এস ডেস্ক:
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে আজ বেলা ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে ঘুড়ি উড়ানো উৎসব এবং বিকাল ৪টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৫ দিন ব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামীকাল সকাল ৬টা ৪৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বেশাখী মেলা প্রাঙ্গণে এসে শেষ হবে। সকাল ৮টায় বৈশাখী মেলা প্রাঙ্গণে ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশন করা হবে।
বেলা ১১টায় পৌরসভা দীঘিতে হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধামত সময়ে উৎসব মুখর পরিবেশে ও যথাযথ আড়াম্বরে বাংলা নববর্ষ পালন। দুপুরে হাসপাতাল, কারাগার ও সরকারি শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশন করা হবে। বিকাল ৪টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে লাঠিখেলা/হাডুডু খেলা ও মোরগ লড়াই খেলা অনুষ্ঠিত হবে।
১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Please follow and like us: