কলারোয়ায় মহিলা মাদক বিক্রেতাসহ আটক ৩
কামরুল হাসান,কলারোয়া:
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ আবারো মহিলা মাদক বিক্রেতা, ফেনসিডিল-মদ উদ্ধারসহ ৩ ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার ভোরে ও বৃহ:বার সন্ধ্যায় তাদের আটক করে থানা পুলিশের একাধিক টিম। থানা সূত্র জানায়, শুক্রবার ভোরে ১০ বোতল ফেনসিডিলসহ ফাতেমা খাতুন (৫০) নামের এক মহিলাকে উপজেলার ঝিকরা গ্রাম থেকে আটক করেছে পুলিশের একটি টিম। আটক ফাতেমা ওই গ্রামের ওজিয়ার রহমানের স্ত্রী। নিয়মিত মামলার আসামি মো. আশরাফুল (৪০) কে পৌরসভার তুলশীডাঙ্গা মসজিদের পাশের গলি থেকে আটক করে।
সে সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের ওসমান গনির পুত্র। অপরদিকে, বৃহষ্পতিবার সন্ধ্যায় উপজেলার চন্দনপুর গ্রাম থেকে ভ্যানচালক আব্দুল গফফার শেখ (৪৫) কে ৪ বোতল ভারতীয় মদসহ আটক করে পুলিশ। আটককৃত গফফার ওই গ্রামের মৃত জিয়াদ আলী মিস্ত্রির ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথের নির্দেশনায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ উদ্ধার ও আটকের ঘটনা ঘটে। আটককৃতদের শুক্রবার দুপুরের দিকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
Please follow and like us: