আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসানের সভাপতিত্বে সভায় এসএপিপিও আঃ গনি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, ইকবাল হোসেন, জাহিদ হাসান, সুকদেব কুমার সাধু, রফিকুল ইসলাম, ইউনুছ আলি, সানা আবু জাফর, মহিউদ্দিন গাজী, তরিকুল ইসলাম, দীপক কুমার মল্লিক, আছাদুল ইসলাম, অরবিন্দু কুমার মন্ডল, রামকৃষ্ণ দেবনাথ, আকিকুন নেছা, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মুজিবর রহমান, প্রতাপ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় কাল বৈশাখী ঝড়ের সম্ভাবনা ও সতর্ক থাকা এবং ৭৫% ধান পেকে গেলে ধান কেটে ফেলা, ধানের রোগ-বালাইসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Please follow and like us: