অবশেষে ছাত্রলীগ সভাপতি ইশার বহিষ্কারাদেশ প্রত্যাহার
ডি এস ডেস্ক:
ঢাকা বিশ্বদ্যিালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রলীগ সভাপতি ইশরাত জাহান ইশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
গত মঙ্গলবার গভীর রাতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হলে সৃষ্ট হওয়া বিশৃঙ্খলার ঘটনায় বহিষ্কার করা হয় হল ছাত্রলীগের এই সভাপতিকে। ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ইশারাত জাহান ইশা তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী সম্পূর্ণ নির্দোশ প্রমাণিত হওয়ায় তার ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করা হলো।
Please follow and like us: