দেবহাটা কৃষি ব্যাংকের হালখাতা, ঋণ বিতরণ ও ঋণ আদায়
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটা উপজেলা সদরের বাংলাদেশ কৃষি ব্যাংকের আয়োজনে ব্যাংকের আমানত সংগ্রহ হালখাতা, ঋণ বিতরণ ও ঋণ আদায় অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ব্যাংকের ব্যবস্থাপকের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক দেবহাটা শাখার ব্যবস্থাপক জি.এম নুর মোহাম্মাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্য্যালয়ের প্রমোটর মুজিবর রহমান উপ-ব্যবস্থাপক অডিট-০১। এসময় কৃষি ব্যাংকের সাতক্ষীরার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক গোলাম মোস্তফা, সাতক্ষীরার আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, দেবহাটা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, ঋণ গ্রহীতাদের মধ্যে হারুন-অর রশিদ, আকবর হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন বকুল, কৃষি ব্যাংক দেবহাটা শাখার ২য় কর্মকর্তা শ্যামল কুমার দাশ, কর্মকর্তা আব্দুল আহাদ, পরিদর্শন তিতুমীর হোসেন ও মাসুদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।