বিষাক্ত মদপানে ৮২ জনের মৃত্যু, মদবিক্রেতা গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক:
গত সপ্তাহে দুই প্রদেশে ঘরে বানানো মদ পান করে ৮২ জনের মৃত্যুর ঘটনায় ৮ মদবিক্রেতাকে গ্রেফতার করেছে ইন্দোনেশিয়ার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জাকার্তা ও জাবা প্রদেশের বিভিন্ন এলাকায় মদপানে এ বিপুল সংখ্যক প্রাণহানীর ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বিবৃতিতে জানা যায়, গত তিন দিনের টানা অভিযানে বান্দুগ, জাকার্তা, সুকাবুমি এলাকা থেকে সন্দেহভাজন এই আট বিক্রেতাকে গ্রেফতার করা হয়।
দক্ষিণ জাকার্তা পুলিশের প্রধান কমিশনার ইন্দ্র জাফর আনাদলুকে বলেন, ল্যাবের পরীক্ষায় ঘরে বানানো এসব মদে ম্যানথল ও ইথানলের উপস্থিতি দেখা গেছে।
তিনি জানান, ইথানলের মধ্যে মাদকতার প্রভাব থাকতে পারে কিন্তু ম্যানথলের প্রভাবে মৃত্যুর আশংকা প্রবল। তবে তারা এখনো এ বিষয়ে তদন্ত করে যাচ্ছেন বলে জানান।
জানা যায়, একইসাথে মদবিক্রেতাদের কাছে ম্যানথল সরবরাহকারীদেরও খুঁজছে পুলিশ।
এর আগে ২০০৯ সালের জুন মাসে দেশটির বালি ও লমবুকে রিসোর্টে এক ব্রিটিশ নাগরিক সহ ২৫ জন মারা যায় ঘরে বানানো মদ পান করে।
Please follow and like us: