বাঁশদহায় অগ্রগতির আয়োজনে বিরোধ নিষ্পত্তি সভা
বাঁশদহা প্রতিনিধি:
বাঁশদহা বাজারের পুলিশিং কমিটির কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় অগ্রগতির আয়োজনে বিরোধ নিষ্পত্তি মুলোক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক আহম্মদ আলী সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হলে এসময় উপস্থিত ছিলেন বাঁশদহা ইউনিয়নের আওয়ামিলীগের দপ্তর সম্পাদক সেলিমউদ্দীন,বর্তমান মেম্বর আব্দুল কাদের ৬ নং ওয়ার্ড,মহাসিন আলী ৮ নং ওয়ার্ড, আব্দুস সামাদ ৯ নং ওয়ার্ড,শহিদুল ইসলাম ১ নং ওয়ার্ড,সাবেক মেম্বর রেজাউল ইসলাম কাওনডাঙ্গা,বদরুজ্জমান বাঁশদহা, শহীদ স্মৃতি কলেজের প্রভাষক নাজমুল হোসেন, মোখলেছুর রহমান, আলাউদ্দীন, আফসার আলী, রেজাউল ইসলাম,অগ্রগতির বাঁশদহা ইউনিয়নের আরগানাইজার মাসুম বিল্লাহ,ছখিনা খাতুন,আবুহার রহমান,আশরাফুল ইসলাম প্রমুখ। বক্তারা এসময় বলেন ছোট-খাটো মারা-মারি ও ঝগড়া বিবাদের বিষয়কে কেন্দ্র করে যে সমস্ত মামলা বা বিরোধ হয় সে গুলা নিষ্পত্তি করা আমাদের নৈতিক দায়িত্ব। তাতে থানা,কোর্টে,কারাগারের উপরে আসামীদের যে চাপ একটু হলেও কমবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অগ্রগতির সদর উপজেলার সুপারভাইজার সেলিম হোসেন।
Please follow and like us: