ঢাবি’র উপাচার্যের বাসায় হামলার ঘটনায় ৪ মামলা
ডেস্ক রিপোর্ট:
চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে রাজধানীর শাহবাগ থানায় মামলা চারটি করা হয়েছে।
রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার জানান, ভিসির বাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা একটি মামলা করেছেন। এছাড়া পুলিশের বিশেষ শাখা (এসবি) ও শাহবাগ থানা পুলিশ অপর ৩টি মামলা করেন। তবে কাদেরকে আসামী করা হয়েছে বা মামলার বাদি কে কে তা বিস্তারিত জানাননি।
৮ এপ্রিল, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্রথমদিন রাত দেড়টার দিকে বিপুল সংখ্যক ব্যক্তি (যারা কোটা আন্দোলনের পক্ষে স্লোগান দিচ্ছিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাস ভবনের মূল ফটক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরে দোতলায় ওঠে তারা ভিসি আখতারুজ্জামানকে লাঞ্ছিত করে। প্রায় ঘন্টাখানেক থেকে তাণ্ডব চালিয়ে চলে যায় তারা।
পরের দিন ভিসি আখতারুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, দূর্বৃত্তরা আমাকে হত্যার উদ্দেশ্যেই হামলা করেছিল। তারা মুখে কাপড় বেধে এসেছিল। তবে তারা ছাত্র কিনা এ বিষয়ে ভিসি সন্দেহ পোষণ করেন। অপরদিকে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা বলেছে, ভিসির বাসায় হামলাকারীরা আন্দোলনের কেউ নয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, এরইমধ্যে ভিসির বাসায় হামলা ও ভাংচুর ঘটনায় পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশও (ডিবি) তদন্ত করছে। দায়িদের আটক করতে মাঠে কাজ করছে পুলিশ। ভাঙ্গা সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে। সব বিষয় মাথায় নিয়ে পুলিশ কাজ করছে বলে নাম প্রকাশ না করার শর্তে জানান ডিএমপির এক ডিসি।
Please follow and like us: