কলারোয়ায় জামায়াত নেতা ও মহিলা মাদক ব্যবসায়ী আটক
কামরুল হাসান,কলারোয়া:
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এক জামায়াত নেতা ও ফেনসিডিলসহ এক মহিলাকে আটক করেছে। বৃহষ্পতিবার সকালে ও বুধবার গভীর রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার যুগিখালী ইউনিয়নের কামারালী গ্রামের মনির উদ্দীন সরদারের পুত্র জামায়াত নেতা বজলুর রহমান (৪০) ও লাঙ্গলঝাড়া গ্রামের কাশেম কারিগরের স্ত্রী মাদক ব্যবসায়ী আনোয়ারা খাতুন (৪৫)। আটক আনোয়ারাকে ১০ বোতল ফেনসিডিলসহ তার বাড়ি থেকে আটক করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথের নির্দেশনায় পৃথক অভিযানে পুলিশের একাধিক টিম বুধবার গভীর রাতে জামায়াত নেতা বজলুর রহমানকে তার নিজ বাড়ি থেকে এবং বৃহষ্পতিবার সকাল পৌনে ৭টার দিকে আনোয়ারা খাতুনকে তার নিজ বাড়ি থেকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
আটককৃতদের সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার ওসি বিপ্লব দেবনাথ।
Please follow and like us: