সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে মধু আহরণের সময় এক মৌয়াল অপহরণ
আনিচুর রহমান,শ্যামনগর :
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে মধু আহরণের সময় এক মৌয়ালকে মুক্তিপণের দাবীতে অপহরণ করেছে নবাগত বনদস্যু করিম বাহিনীর সদস্যরা। আজ বুধবার ভোরের দিকে সুন্দরবনে মুরলীর খাল এলাকা থেকে সাহেব আলী (২২) নামে মৌয়ালকে অপহরণ করে। সে গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের সোলেমান খার ছেলে।
অপহৃত মৌয়ালের নিকট আত্মীয় ফিরোজ হোসেন জানায়, মধু আহরণরত অবস্থায় সাহেব আলীকে অপহরণ করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবী করেছে বনদস্যু বাহিনী।
এসময় ১টি নৌকা ও আহরিত মধু লুট করে নিয়েছে বনদস্যু করিম বাহিনীর সদস্যরা
Please follow and like us: