কাশিমাড়ীর বিভিন্ন প্রতিষ্ঠানের ২০১৭ সালের জুনিয়র বৃত্তির অভূতপূর্ব সাফল্য
রবিউল ইসলাম, শ্যামনগর:
২০১৭ সালের জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকাশিত জুনিয়র বৃত্তির ফলাফলে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বরাবরের ন্যায় নজর কাড়া সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এর মধ্যে গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যাল হতে ফাইম হোসেন ও মেহজাবিন মাজনুম মাহি নামের ২ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং আমিনা খাতুন নামের অপর এক শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
কাশিমাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ থেকে মাহবুবা অন্তরা, আবু বাক্কার সিদ্দিক, সাইদ আমিন ও মোকাররম বিল্যাহ নামের ০৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এছাড়াও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ০৩ জন শিক্ষার্থী হলেন খলিলুর রহমান, নাজমুল হাসান ও আমিরুল ইসলাম।
কাঁঠালবাড়িয়া এ. জি মাধ্যমিক বিদ্যালয় থেকে আবু হাসান নামের ০১ জন শিক্ষার্থী সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে বিভিন্ন ব্যক্তি ও মহল অভিনন্দন জানিয়েছে।
Please follow and like us: