কালিগঞ্জে জনপ্রিয় একক বীমার গ্রাহকদের মেয়াদপুর্তীতে চেক প্রদান
কালিগঞ্জ প্রতিনিধি :
পপুলার লাইফ ইনসুরেন্স কোঃ লিঃ এর জনপ্রিয় একক বীমার কালিগঞ্জ অফিসে ১১ এপ্রিল বেলা ১১ টায় গ্রাহকের মেয়াদপুর্তীর চেক বিতরণ করা হয়েছে। চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকের হাতে চেক তুলে দেন কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ফিরোজ কবির কাজল।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ এর জনপ্রিয় একক বীমার জি এম (উঃ) শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, শেখ আবু হাবিব, কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।
এ সময় পৃথক দশজন গ্রাহকের মাঝে ৫ লক্ষ ৬৯ হাজার ৬ শত ৪১ টাকার চেক বিতরণ করা হয়।
Please follow and like us: