আশাশুনির মাড়িয়ালা হাই স্কুলে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
জি এম মজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০.৩০ টায় স্কুল মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
জিসার্ফ এর অর্থায়নে রূপান্তরের সহযোগিতায় অগ্রগতি সংস্থা সাতক্ষীরার বাস্তবায়নে, পরিবর্তনকামী নাগরিক হিসাবে জনগোষ্ঠিকে উদ্বুদ্ধকরণে শিক্ষক ও ছাত্রছাত্রীদের দক্ষতা উন্নয়নে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, স্কুলের প্রধান শিক্ষক অজিয়ার রহমান। অনুষ্ঠানে সম্প্রীতি ও সৌহার্দ্য, বহু মাত্রিকতার প্রতি শ্রদ্ধাবোধ এবং উগ্রপন্থা ও সহিংসতা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া রেডিকালাইজেশন বা চরম ভাবাপন্নতার প্রাথমিক ১৪টি লক্ষণ উল্লেখ করে চরম ভাবাপন্নতার ৪টি ধাপ সম্পর্কে বিস্তারিত ধারনা প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন অগ্রগতি সংস্থান মাস্টার ট্রেইনার আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান ও মাস্টার ট্রেইনার রাজু আহমেদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অগ্রগতি সংস্থার উপজেলা কর্মকর্তা তহীদুর রহমান তহীদ। স্কুলের ৩০ জন ছাত্রছাত্রী ও ৩ জন শিক্ষক প্রশিক্ষণে অংশ নেন।
Please follow and like us: